আকুতি
এবিএম আলমগীর হোসেন
===================
তোমার দেয়া স্মৃতি গুলো
যাইনি আজও ভুলে,
জীবন ভেলা ভেড়েনি আজও
সুখের ঐ কূলে।
স্মৃতি নিয়ে করছি বাস
সাথী আজ দুখ,
নতুন জীবনে আছো বেশ
হৃদয়ে শুধু সুখ।
নদীর ঘাটে বসে তুমি
বলতে কতো কথা,
সেই কথা আজ আমার
বাঁপাজরের ব্যথা।
কাশফুলগুলো ছুঁয়ে দিতাম
তোমার ঐ গালে,
লতা-পাতায় লুকিয়ে যেতে
হারাতে সেই আলে।
দেখা হলেই বলতে তুমি
আমায় ভুলো না
সেই তুমি নিজেই আজ
করলে ছলনা।
আমায় কষ্ট দাও গো তুমি
তবু সুখে থেকো,
ওপারে যাবার কালে জান
একবার এসে দেখো।