একুশ মানে
এবিএম আলমগীর হোসেন।
====================
একুশ হলো রেসকোর্স এ
গর্জে কথা বলা,
একুশ মানে উপনিবেশিক
ভিত ভেঙে ফ্যালা।
কারফিউ না মেনে সবার
রাজ পথে চলা,
একুশ হলো পুলিশের গুলিতে
তাজা রক্ত ঢালা।
মায়ের ভাষা কেড়ে নেয়ার
চক্রান্ত রুখে দেয়া,
ব্যানার ফেসটুন নিয়ে যে
পথ দখলে নেয়া।
স্লোগান মিছিলে কাঁপছে ঢাকা
বাংলা ভাষা চাওয়া
পুলিশের ব্যারিকেড ভেঙে
সামনে এগিয়ে যাওয়া।
হঠাৎ গুলিতে লুটিয়ে পড়লো
সালাম রফিক জব্বার,
শহিদের রক্তে আদায় হলো
মাতৃ ভাষার অধিকার।