স্বপ্ন ছিল দেশের জন্য
দেশ হবে এক অনন্য
সুখে থাকবে জনগন
দেশ হবে সবুজ বন !

রামপাল ধ্বংস করবে
আমাদের সুন্দরবন !
গাছের পাতা হবে কালো
কালো সরকার ভুবন !

কালো দিয়েই আলো জ্বেলে
ম্যানোগ্রোভ পুড়িয়ে খেলে
আসবে ঝড় জ্বলোচ্ছাস
ধ্বংস হবে এই আবাস !

যেমনি হলো মরুভুমি
তিস্তা পারের সবভুমি
ফারাক্কারই অবদানে
এসব সরকার জানে ?

উত্তরবঙ্গ হলো ধ্বংস
ফারাক্কার ধ্বংসলীলায়
দক্ষিনবঙ্গে রামপাল
ধ্বংস তো কালো কয়লায় !

বন্ধ করো এক্ষুনি খেলা
রামপালের আলো মেলা
আলো জ্বালাও অন্যখানে
সোনার বাংলার সম্মানে !

১৫-০২-১৭ইং