চারদিক ঘুটঘুটে আঁধার, মাঝে-মাঝে মিটমিটে আলো
আলোরে দেখিয়া আঁধারের লাগেনা কিছুই ভালো ।

তাই আঁধার বলে-“ও ভাই আলো,
এতো বেশি আঁধারের মাঝে তুমি সামান্য, তোমার না থাকাটাই ভালো ।

জগতের বেশিরভাগ আজকাল আমাকেই ভালোবাসে
দেখো না ? সমস্ত আনন্দ-ফুর্তি আমাকে ঘিরেই সাজে ।“

আলো বলে-“ভাই আঁধার, যদিও চারদিকে আজ তোমার-ই জয়
তবু বলি, আমারে দেখিলে কেন পাও এতো ভয় ?”

আঁধার বলে- "বুঝোনা আলো তুমি আমার পথের কাঁটা
তুমি না থাকিলে আমার দখলে পুরো জগতটা ।

যেখানে তুমি আছো, সেখানেই আমার মরণ হয় ।
তাই তো তোমাকে আমার এতো বেশি ভয় ।"

আলো বলে-"ও ভাই আঁধার,
সত্যিই তুমি নষ্টের অলংকার ।

তুমি মানো আর নাহি মানো
যুগে-যুগে আমিই ধন্য ।

আদিতে ছিলাম আমি, এখনও আছি
মাথা উচু করে থাকবো, চিরটিকালব্যাপী  ।"
    -------০০০-------