বেকার হয়ে জন্ম নেয়ায়

দেখছি কত নাটক

চুন থেকে পান খসলেই

শুনতে হয় বকবক।

"তোর বদলে কলাগাছ হলে

বড়ই ভাল হতো

কলা খেয়ে ক্ষুদা মেটাত

গরীব দুঃখী যতো"

এমন কথা শুনতে শুনতে

কানটা ঝালাপালা

কেমনে বল সইব আমি

বেকারত্বের জ্বালা।