যে ক্ষণ হাসে প্রকাশ্য দিবালোকে,
যে মন কাঁদে সহসা সূর্যস্নানে,
যে জ্যোতি কখনোই হয়নি দৃশ্যমান,
যে কলঙ্ক শুধুই অসীমে বিদ্যমান।

বড় এলোমেলো লাগে সব,
বড় দুর্বোধ্য লাগে কারুকার্যময় আকাশবাণী।
সকল স্তব্ধ, নিকষ কালো ঘিরে ধরে আমার অস্তিত্বকে,
সকল নৈ:শব্দের ভিড়ে একাকার আমার সর্বস্ব।

আমি ফিকে হয়ে আসি—
বিস্তীর্ণ জমিনে আমার ছায়া মাড়িয়ে যায় যারা,
তারা কী কখনও কৈফিয়ত দেয় কোনো অন্তর্যামীকে?
তারা কী ভেসে বেড়ায় কোনো বোবা টানেলের ফাঁকা গহ্বরে?

সারাটা পথ, সারাটা কাল,
সবকটা দেহ শুধুই আমিময়।
সারাটা ক্যানভাস জুড়ে আমি একাকার,
সারাটা নিয়তি জুড়ে আমারই অবক্ষয়।

গোটা বিশ্ব, একই দৃশ্য—
আমি ক্ষুদ্র, তুমিও নি:স্ব।
হে নীলিমা, আপন করে নাও আমায়,
ধাক্কা খেতে খেতে যেন বিলীন হয়ে যাই।