হতে পারে তোমার ভালো লাগতো রোদমাখা শিশির ভেজা নরম ঘাস,
হতে পারে তোমার পছন্দ ছিল এক চিলতে হাসি মাখানো বাঁকা চাঁদ,
হতে পারে এসব নিছকই কল্পনা,
আমার ফাঁকা বুলিতে তোমায় ভেবে আঁকি শুধুই কিছু এলোমেলো আলপনা।

তোমার হয়তো ভালো লাগতো স্বচ্ছ মেঘমুক্ত নীল আকাশ,
আমার আবার মেঘে এলার্জী ছিল না,
বৃষ্টি পড়লে পড়বে আবার, ভিজিয়ে দেবে আপাদমস্তক,
পুনর্জন্ম দেবে আমায় ব্যাপ্টিজম।

আমার পুনর্জন্মে তোমার নিয়তি ওতোপ্রোতোভাবে বাঁধা,
ধরতে চাওয়া আংগুলগুলো ফসকে যেতে চায় সহসা,
আমার আত্মত্যাগ শুধুই আঁকড়ে ধরতে চায় তোমার হাত দুটো,
অনিয়ম আর নিয়মের বেড়াজালে তুমি এখনো বোধহয় আমাকে ভুল বোঝো!

আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্য যেন শুধুই তোমার মর্জি,
আমার আর তোমার অবিচল মোহ হোক দিনযাপনের আর্জি,
তোমার আমার পথে যেখানে ধরে বিভাজন,
অযথা আর্তনাদ আর এলোমেলো পদক্ষেপে পথ হারানো সেখানে দুজনারই বারণ।

অকস্মাৎ শুরু হয়ে যায় তোমার অক্লান্ত মায়া আর আমার স্ফূর্তির মহাসমাবেশ,
আর সেখানেই হয়ে যায় হাজারো অম্লমধুর স্মৃতির রোমন্থন,
আমি ভেসে যাই দূর আলাপনের ঠিকানায়,
তোমার কান্না শুধুই নিছক স্পর্ধার অন্তরায়!