যখন দুয়ারে দাঁড়ায় ক্লান্তি আর অবসন্নতা,
যখন শিয়রে ভর করে অলস দেবতা,
যখন কান ছুঁয়ে যায় ভোতা তরবারির ফলা,
যখন প্রতিটি দিনযাপন ছেলেবেলার একেকটা গল্পের বইয়ের মতই অর্থহীন।
ঊর্ধ্বে তাকালে দেখি মেঘময় নরম রোদ,
মেঘ কেটে রোদ আসছে তবু কেন এই শীতনিদ্রা?
অন্তরীক্ষে অনুভব করি সাময়িক নব সজীবতা,
আবার বোধহয় মেঘ এলো বলে, ঢেকে দিয়ে সকল আলোর মিছিল।
যদি মেঘের উপর হত বসবাস,
তবুও কী রোদের আঁচ পেতাম না?
আরও একবার আরও একটু অপেক্ষার পালা,
এরপরেই আবারও শীতনিদ্রার মিছিলে শামিল হওয়ার ভিড়ে হারিয়ে যাওয়া।
আমাদের বাড়িটাতে কোনো সিঁড়ি নেই,
"উঁচা ছাদের ম্যালা সুবিধা", বলেছিলেন বৃদ্ধ দাদা।
নিজের উচ্চতার চেয়ে কয়েকগুণ উঁচু সিলিং এর নিচে দাঁড়িয়ে,
আর কতবার স্বীয় ক্ষুদ্রতাকে উপভোগ করা যায়?
আর বোধহয় ক্ষুদ্র হতে পারতাম না,
সময়গুলো নিছকই অপভ্রষ্ট পথচলার সমীকরণ মেলানোর চেষ্টা।
ক্ষমতার অতিক্রান্ত পথ পাড়ি দেওয়ার অভ্যাসে,
আমি কেবলই এক বিভ্রান্ত, পথভ্রষ্ট, পরিশ্রান্ত পথিক।