কালের বিড়ম্বনায় বারবারই একটি ছায়া খুঁজে ফিরি অকস্মাৎ,
যেখানে সেখানে স্বীয় পথ মাড়িয়ে করি ধুলিস্মাৎ।
বাগবিতন্ডা যেন শুধুই পাশ্চাত্যের সত্যতা,
বিশ্বাস! - সে তো এক দারুণ অসারতা!
একেকটা দিন যেন একেকটা নকশার কারুকাজ,
নিরালায় আগলে রাখে, কী গভীর তার মায়ার তাজ!
একেকটা কাল যেন ক্ষয়ে যায় অবিচল পদস্খলনে,
আমাদের পথের শেষ যেন হয় সেই অক্লান্ত স্মৃতির রোমন্থনে!
তর্ক-বিতর্ক? - সে তো সভ্যতারই অংশ।
খ্যাতি? - সে যেন ক্রয়কৃত ভগ্নাংশ।
লভ্যাংশ? - সে তো চোরাবালিরই কিয়দংশ।
পরিশ্রম? - সে তো মানিয়ে নেওয়ারই একাংশ।
বিড়ম্ভনা তো তোমারই মায়ার নাম,
যেখানেই ভরসা করতে চাই, সেখানেই বাঁধ সাধে নানান সরঞ্জাম।
একবার আমার ছায়া যদি মিশে যেতো তোমার নিরলস কায়ায়,
আমি খুঁজে পেতাম আমার পরম স্বার্থ তোমারই মৌনতায়।
একাল আর সেকালের কথা যেন অযথাই ভেসে বেড়ায় আমাদের অর্বাচীনের প্রলাপে,
যেখানেই শেষ হয়ে যেতে চায় সেখানেই আরম্ভ হয় নতুন ছদ্মবেশে।
যার আর শেষ নেই কোথাও কিংবা কোনো পংক্তিতে,
সে সহসাই মুক্তি পায় চিরনিদ্রায়, অথবা অযথা অশ্রুজলে!