হয়তোবা তুমি ছিলে এক চিলতে রোদ নিয়ে অবলীলায়,
হয়তোবা আমিও ছিলাম গোবেচারা এক অসহায়,
হয়তোবা তোমার আমার গন্তব্যে বাঁধা ছিল ক্লান্তি আর অবহেলা,
হয়তোবা আমাদের যাত্রার সমাপ্তি ঘটে গোধূলির মায়ায়।

সন্ধ্যা নামে আকাশের কোণে এক চিলতে হাসি নিয়ে,
উৎসব! - সে তো এক বিমূর্ত আবহাওয়ার চাহিদা!
এক কাপ চা আর দুটো নোনতা বিস্কুটের জন্য যেন অফুরন্ত টান!
ক্ষুধা! - সে তো একটি জটিল সমীকরণের নাম!

এভাবেই গড়িয়ে যায় ঝলমলে অষ্টপ্রহর,
অমানিশা গভীর কালো হতে হতে হয়ে যায় ভাবনার দাস,
প্রভাত বোধহয় সবার জন্য নয়,
পথ যেখানেই শেষ হতে চায় সেখানেই শুরু হয় অন্তর্যামীর বসবাস।

চেয়ে থাকি দূর থেকে আরো দূরে,
দৃষ্টির সীমানায় তোমার ছায়া দেখি অবেলায়,
এভাবে কী সময়কে পাশ কাটানো যায়?
এভাবেই কী বেঁচে থাকাটা অবসর হয়ে যায়?

যেখানে কাচের গাংচিল গান ধরে পরশ্রীকাতরতায়,
যেখানে এক দৃষ্টিতে কাঠের ঘোড়া দেখে ক্লান্তি কাটানোর উপায় খোঁজা ভার,
সেখানেই হয় সন্ধি আমাদের,
তুমি আর আমি তো একই মুদ্রার জলছাপ হয়েই রয়ে যাই!