বিষাদের ক্যানভাসে সূক্ষ্ম রেখার বিস্তার,
চক্রবৎ গমন—পথিকের নীরব অভিঘাত।
আলোকের ক্ষীয়মাণ ছটা বিলীন সন্ধ্যায়,
সমাপ্তির সীমানায় ঝুলে থাকে রিক্ততা।

জীবন এক জটিল প্রবাহ, মায়াবী দরজার প্রহেলিকা,
যেখানে আলোকের প্রতিশ্রুতি—ছদ্মবেশী ছায়া।
নিমেষে প্রতিসরণ হয় ভূমির নিশ্চলতা,
কালের অনিবার্য গতিতে লুপ্ত হয় অনুরণন।

তুমি তো চেয়েছিলে ক্যানভাসে দিব্যতাপূর্ণ সংযোজন,
তবু নিয়তি কি নিপুণ কারিগর বিষাদের শৈলীতে?
নোঙরের স্বপ্ন ধারণ করে যে তরী,
সে তো স্রোতের প্রবঞ্চনায় পর্যবসিত।

কার্নিশে নুয়ে থাকা রক্তিম সন্ধ্যার নিঃশেষ রঙ,
অবক্ষয়ের রোদন ঢেকে রাখে বাতাসের অন্তরালে।
দীর্ঘশ্বাসের অনুরণন ছাপ ফেলে কুয়াশায়,
সময়ের প্রাচীরেও অনিবার্য ভাঙনের অনুরক্তি।

তবে এসো—চূড়ান্ত তুলির টানে দিই নিরুপায় ব্যাখ্যা,
এই বিষাদের ক্যানভাসে উৎকীর্ণ হোক মৌন বয়ান।
যদি আঁধারেই লিপিবদ্ধ থাকে আমাদের নাম,
তবে আলোর প্রতি থাক অমোঘ ঔদাসীন্য!