জনহীন সমুদ্র তীরে
ঝলমলে রোদের মাখামাখি,
তুমি পরেছ নীল শাড়ী
আমি নীল পাঞ্জাবি।
বাতাসের হুহু শব্দ ,পাখির গান
সুমুদ্রের অদ্ভুত মাতাল ঢেউ
আসবে একটু বুকের কাছে?
হবে কি অতি আপন কেউ?
তোমার চোখের কাজল রেখায়
হারিয়ে যাব এই ক্ষনে,
রাখব আমার বুকে তোমায়
গভীর প্রেমের আলিঙ্গনে।
অশান্ত দিন রাতের মাঝে
তুমিই আমার অবসর,
এভাবে যাকনা কেটে
শত সহস্র বছর।