ধার্মিক যদি হও,
নিষ্ঠুরতার প্রতিশোধ তুমি কল্যান করে নাও।
ছলছল চোখে দয়ার রসূল মক্কা নগরী ছাড়ে,
নেয়নি কভু শোধ তার কোন মক্কা বিজয় পরে।
স্ত্রী জায়েদা খাওয়ালো বিষ;করলো মহাপাপ,
ইমাম হাসান করলো মাফ;দিলোনা তো অভিশাপ।
এটাই তো প্রতিশোধ,
প্রতিহিংসার অনলে কেন পুড়ে মরো নির্বোধ?
থুথু ছিটালো কাফির যখন খলিফা আলীর মুখে,
নিলেন না শোধ,হেরে গেলো ক্রোধ মহামানুষের কাছে।
শুনতে পারো শত কটু কথা,পেতে পার অপবাদ
তবুও দিও প্রেম,ভালোবাসা মেটাতে কলহ,বিবাদ।
পরাজিত করি হিংসাকে এসো;
করে ফেলি মিমাংসা,
দুর হয়ে যাক ধরা থেকে হিংসা,প্রতিহিংসা।