তোমাকে দেখেছিলাম কোন এক  ডিসেম্বরে
সবুজ শাড়ী, কপালে টিপ,কাজল চোখে, খোলা চুলে।
অভিমানে কাতর দুটি প্রাণ দেখেছিল পরস্পরকে,
কিন্তু কাছে আসে নি।
খালি পায়ে নিঃশব্দে আঘাত করেছিলে হৃদয়ে
ভুলিনি সে চোখ, শাড়ীর আঁচল , কতটা বছর গেল পেরিয়ে
তোমাকে দেখেছিলাম বিজয়ের দিনে পরাজিত আমি
কতটা চেয়েছিলাম ধরতে হাতটি জানে অন্তর্যামী।