ধর্ম কি শুধু নামাজ,রোজা মসজিদে ছুটে চলা?
ধর্ম মানে মিথ্যাকে ছেড়ে সত্যের সাধনা।
ধর্ম কি শুধু ধন দান করে হতে চাওয়া অনুপম?
ধর্ম মানে মিথ্যার সাথে আত্মার সংগ্রাম।
ধর্ম কি শুধু বুড়কালে এসে লম্বা শ্মশ্রু রাখা?
ধর্ম মানে তো যুবক বয়সে রক্তের তেজ রোখা।
ধর্ম কি শুধু লোক দেখানো গতবাধা কিছু বুলি?
ধর্ম মানে সতেজ ঈমানে রুখে দেওয়া দুর্মতি।
ধর্ম মানে কি পাপ-পুণ্যের সমন্বয়ের খেলা?
ধর্ম মানে নিশিতে গোপনে প্রভুর নিকট কাঁদা।
ধর্ম মানে একদিকে নূর, একদিকে অন্ধকার;
ধর্ম তে হয় পাপ পরাজিত,জয়ী হয় ঈশ্বর ।
চর্চা করলে ধর্ম জীবনে দিয়ে সত্যের শক্তি,
হবে তুমি জয়ী পৃথিবীতে, পাবে পরকালে মুক্তি।