কাঠ ফাটা রোদে মায়ার মাটি যখন হয় নিষ্প্রাণ,
এক পশলা বৃষ্টি সেথায় সঞ্চার করে প্রাণ।
শীতল পবন হঠাৎ যখন হতে চাই নিষ্ঠুর
বৃষ্টি মেটায় তৃষ্ণা মোদের;দেয় স্বস্তির সুর।

গ্রীষ্মের তাপে খাল-বিল,ডোবা থাকে সদা মনমরা,
বর্ষাকালে হৃদয় তাদের হয়ে যায় মাতোয়ারা।
চাতকের মত তরুলতা যবে গগনে  থাকে চেয়ে  
ক্রন্দন করে  বিনা বরষায় নিদারুন অসহায়ে।

অনাবৃষ্টি,খরায় যখন বনে জ্বলে ওঠে অনল,
ছোট ছোট ফোঁটা বৃষ্টি রোখে বিশাল দাবানল।
বর্ষা এলেই মনের কোনে হাজার স্মৃতির মেলা,
শৈশবস্মৃতি,কত কথা,গান,কবিতারা দেয় দোলা।
বর্ষাকালে নদীর জল টাইটম্বুর থাকে
নৌকাবাইচ,হাঁস খেলাতে সকলের মন মাতে।

টিনের চালে বৃষ্টি যখন  পড়ে হুড়মুড়িয়ে
শিশুরা সব কালিমা পড়ে মায়ের কোলে শুয়ে।
বর্ষা আসে আশীর্বাদে; স্রষ্টার করা দান,
শেষ করেও হয় নাকো শেষ  বর্ষার গুনগান।