একখন্ড মেঘ ছিল আমার
হাসতো ,খেলতো ,বেড়াতো আকাশ জুড়ে
মেঘের সব চিন্তা ,আবেগ
ছিল আমায় ঘিরে।
আমার খুশিতে মেঘের খুশি
রোদে ঝলমল মুখটি,
আমার দুঃখে মুখ ভার করে
ঝরাত করুন বৃষ্টি।
মেঘটি আমার রং ছড়াতো
হঠাৎ সাদা আবার কালো,
বুঝিনি তখন মেঘের ভাষা
শত শত বার ভেঙ্গেছি আশা।
বিশাল আকাশে পেতনা ঠিকানা
আমার কাছেই আসতো,
মেঘের যতো কষ্ট ,ব্যাথা
আমায় পেলেই ভুলতো।
এভাবে কাটলো শত শত দিন
মান অভিমান চলতো বেশ,
হঠাৎ করে মেঘটি যেন
হলো কোথায় নিরুদ্দেশ।
হঠাৎ হঠাৎ খুজে ফিরি তারে
চেয়ে থাকি আজো আকাশ পানে
আমার স্মৃতি পড়লে মনে
আসবে কি মেঘ আবার ফিরে?