চেনা পৃথিবীর অচেনা কোনায়
ছিলাম আমি পড়ে,
দমকা হাওয়ার মত এসে
আমায় নিলে তুলে।
আসলে বুকের কাছে
রাখলে ওই হাত হাতে,
লিখেছ মনটা আমার নামে
বারবার বলেছিলে।
সেদিনের কথা মনে আছে?
তোমার চোখের কাজল রেখায়
আমায় যেদিন বেঁধেছিলে,
বলেছিলে মনে রাখবে
যতদিন প্রাণ থাকবে।
প্রেম,গান আর কবিতাগুলো
তোমার নামেই লেখা,
অতি যত্নে পেন্সিলে ছবি
তোমায় নিয়েই আঁকা
তোমায় নিয়ে পহেলা ফাগুনে
প্রথম ফুল ছোঁয়া,
তোমায় ঘিরে যত দিবস আর
যত ভালোবাসা।
হয়তো আমি মানুষটা ভুল
তোমার মনের কাছে,
তবুও যত অনুভূতি মোর
দিয়েছি তব নামে।
তোমার শহরে যানজট অতি
হবেনা কখনো রিক্ত,
মোর কাছে রবে তোমার ছায়া
আমি তোমাতে আসক্ত।