তোমার কাছে চাওয়া ছোট আবদার টি করো গ্রহন
দিবানিশি ভালবাসা আদানপ্রদান করিও যখনতখন ।
রূপে পাহাড় সাগর অতল গহ্বরে তলিয়ে যাবে
মুচকি হাসি মুখে দিয়ে সন্যাসী মন পাগল বানাবে।
যাদু কারিগর টানা পোড়েন জীবন হেলেদুলে
মায়া জরতা বিলিয়ে দিবো লোহা গলিত গলে।
চরিত্র কাল্পনিক অস্তিত্বগুলো অনেক ছলনাময়ী
বারন বায়না ধরে নিয়ে কথা ছিন্নভিন্ন করে যাবো ক্ষয়ে।
সারমর্ম শোনা গুনোঞ্জন গুনগানে আগুনে জ্বালাবে
মলিন মুক্ত সাদাসিধা জীবন কত কয়লা পোড়াবে।
কাব্যে মেঘনাদ কাব্যের কাহিনিবিস্তার বর্ননা অনুপাতে
আলোড়ন সৃষ্টি করে ঝামেলা বাড়িয়ে দিনরাত পোহাতে।