তোমার স্নিগ্ধতা পুড়ছি বাঁচাও নতুন প্রজন্ম;
পারছিনা বটে অবুঝ পাগল তোমার জন্য;
পাহাড় সমুদ্র সমান প্রেমময় বিশাল অরণ্য;
বুকের সবটুকু ভালবাসা রেখেছি তোমার জন্য।
পরিষ্কার ফ্রেমে বাধানো রঙিন উজ্জ্বল প্রেমে;
দৃষ্টিনন্দন ছবিতে টনক নড়ে কত জনে;
কত কুট চাল,সে তো মহা জাল;
গড়িয়েছে জল,অজানা অনিশ্চিত।
ভালবাসা বদ্ধ মায়া,তা যে একবার হারায়;
তার হৃদয়ে হয়ে ক্ষত,জ্বলতে থাকে অবিরত;
ধুকে ধুকে মরে,তিলে তিলে মরে;
দুঃখে কাঁদে হৃদয়,ছাড়ে না তবু আশা।
করে বাধা জয়,পার হয়ে হিমালয়;
আছি পানে চেয়ে,তোমার অপেক্ষায়;
যদি স্রষ্টা চায় তবে হবে জয়;
দেখা হবে পরপারে,তোমার তরে।