নিষ্পাপ চলে থাকা প্রেমে ময়
যদি ফিরে পেতাম আরেকটু সময়
জানতে পারো নি কে ভালবেসে ছিলো
আমার সবটুকু ভালবাসা জন্ম নিলো
বাঁশ বাগানে ঝোপের বাড়ি
তোমার গন্ধে চলে সারি সারি
ও পাশে সরু ভরা খাল
তোমার গ্রাম নির্ভেজাল
এমন একটা ভাগ্যবতী মেয়ে
কপালে জুটতো যদি পেয়ে
একলা একা বসত করে
বুঝ লোনা কেউ আপন পরে
বাঁশ বাগানে ঝোপের বাড়ি
তোমার গন্ধে চলে সারি সারি
ও পাশে সরু ভরা খাল
তোমার গ্রাম নির্ভেজাল
আসার সময় আসি ঘুরে
দেখলে পেয়ে কেমন করে
বলতে যেয়ে নীরবে ক্ষণে
বেধে যায় আমার মনে
বাঁশ বাগানে ঝোপের বাড়ি
তোমার গন্ধে চলে সারি সারি
ও পাশে সরু ভরা খাল
তোমার গ্রাম নির্ভেজাল