দয়ার সাগর কিনারা নেই অন্ত গোলাকার সুর্যকীরন;
ঠাই পেয়েছো গাইতেছো উল্লাস মেতেছো করো উদযাপন।

বিশাল জলরাশি ঢেউ নীল আকাশে পাখি সমোরোহ;
জনতা ভীরে বেশে ফুর্তিতে আছো যদিবা থাকবেনা কেহো।

মরুভূমি সমতলে সাগরে অতলে অসংখ্যক পরে আছে বালি;
বাকবিতন্ডা হয়েছে বলে এখন মিলে যাওয়া সময় এটাই গুনাবলি।

হঠাৎ আগ্রাসী থাবা দিয়ে তৈরি হবে সাগরে দিকে ঘূর্নিঝড়;
অস্পর্শনীয় রেখে গেছে তোমার জন্য শুনবে জানার পর।

প্রকৃতি ঝড়ে তছনছ ভেঙেচুরে যায় আগের মতন নিয়ো প্রস্তুতি;
কেন বা হাত বাড়িয়ে দিলাম পেলাম তোমার ফলশ্রুতি।


লেখকঃ তামান্না ইয়াসমিন