বর্ষায় মেঘে হত
বৃষ্টি ঝরতো;
চিরকুমারী চিরকুট
গল্প শোনা তো।
হঠাৎ হাঁটার কিঞ্চিৎ
বায়না ধরে ফিরে;
সোনালী দিনের সংগীত
আসবে ধীরে ধীরে।
শালুক জলে নোনা জলে
তোকে নিয়ে ভিজবো;
ভেলা ভাসিয়ে রাঙিয়ে
পদ্ম জলে ভাসাবো।
ভীষণ ভালো লাগে
মধুর গালে কণ্ঠে;
যত গায়েন করো
ঠিক হয়ে যায় মনটা।
সারা জনমে অল্প সময়ে
বাসবো তোমায় আজও বাসি;
হউক না আগের মতন
স্বপ্নের দেখার অনেক ভালবাসি।
শালুক জলে নোনা জলে
তোকে নিয়ে ভিজবো;
ভেলা ভাসিয়ে রাঙিয়ে
পদ্ম জলে ভাসাবো।