বুকটা ভিতরে আছো তুমি গভীরে
মনের মধ্য ভালবাসিও
অন্যর দেখা তুমি আমার সেরা তুমি
অন্তরে গাথি রাখিও
ও প্রিয় ও প্রিয় আজ কেনো বলনা
তবে কি ছিল সব ছলনা
ও খাচার পাখি উড়েই যাবে আকাশে
প্রান্তরে এক প্রানের শহরে
সুখের দিনের প্রদিপ আগুনে জলজলে
থাকি কেমনে করে
ও প্রিয় ও প্রিয় আজ কেন বলনা
তবে কি ছিল সব ছলনা
ছায়াতলে থাই দেও তুমি একটু খানি
বাচবো আর কয়টা দিনে
ও মনের আনন্দে ভিতরে যে তুমি
আজীবন সাথী তুমি ঋনি
ও প্রিয় ও প্রিয় আজ কেন বলনা
তবে কি ছিল সব ছলনা