এক আধটু জল দিবে বলে
দুয়ারে অনেকক্ষণ দার করে
খালি গ্লাস এনে এবার যাও চলে
পাষান্ড কাজ কেনই বা পারে

উচ্চস্বরে ধমক গালাগালি
বাশের কঞ্চি এক হাতে
তেড়ে ঝুকে সাবধান হও বলি
স্বভাবে কারনে মার খাবে পথঘাটে

ছেড়া পোশাক পরে কত নাটক ঢং
ঘুরাঘুরি করো আশেপাশে
শুষ্ক চেহারা কতেক্ষনে পরে পালটে রং
অভিনয় মতলব কামাও কত মাসে

আবেগে কান্দে নন্দেলাল সবি অভিনয়
ফটিকছড়ি হেটে আসছি আপনার পায়ে
কটু কথা শুনতে সয়ে পরান যায় ক্ষয়ে ক্ষয়
বাচা মরা সর্ব বাস কেন এই নিষ্টুর দুনিয়ায়ে৷