উথাল পাথাল মন কেমন করে
ক্ষণে ক্ষণে দিবারাত্রি প্রহরে
তোর স্মৃতিচারণ
বন্ধ হোক নিষিদ্ধ শহরে।
কালো ধোঁয়া ছাড়তে বেরুচ্ছে
টানা পোড়েন মধ্যে যাচ্ছে
পাবো আশা ছিলো
আর কিঞ্চিৎ ইচ্ছে।
পাতায় কাব্যিক কবিতা লিখবো বলে
অভাগা দিনগুলো গেলো চলে
রেখে দিলাম তোর স্মৃতি
কোনো এক স্বরনকালে।
আলাপ নে মুখে হাসি ফোটে
ঠোঁটের কিনারা বারংবার
নিষিদ্ধ শহরে একা সর্বহারা
যে হাঁটছে আজ দিশেহারা।
কারো মুখ দেখে তরি রূপ পাই খুঁজে
অস্তিত্বের গহিনে চলে বেড়াই
বারে বারে ফিরে তাকাই
তবু তোর কাছে আসতে চাই।