কখনো রাত কখনো দিন
চলতে চলতে কেটে যায় সারাদিন

কখনো সূর্য কখনো চন্দ্র
কষ্টের সীমানায় মাজে নেই আনন্দ

কখনো নদী কখনো সাগর
পাড়ি না জমানো বিষাদে বহুদূর

কখনো পাহাড় কখনো ঢালে
চুড়ান্ত লক্ষ্য নেই কোন অতলে

কখনো আসমান কখনো জমিনে
রহস্যের গণ্ডি চলছে জোরে অতিক্রমে

-কেয়া বেগম