কত রাত পোহাতে পোহাতে কখন সূর্য ঊঠবে
কত কষ্ট ভোগ করিলে অনাদরে মুখে হাসি ফুটবে।
পথিকের অনাহারে চেয়ে এড়িয়ে চলে যারা
পথচারী পকেট ভর্তি টাকা নিয়ে ঘুড়ে তারা।
কখনো কি তারা ক্ষুধার্ত আর্তনাদ মর্ম বুঝবে
আয় রোজকার কোথায় বেশি অক্লান্ত খুজবে।
মুখে বলি মোরা হাতে হাতে ভাইভাই
যদি হত অর্ধেক মনুষ্যত্ব দিকে হাড়িয়ে যাই।
হাত বাড়িলে পথের পথিক বেরুবে পবিত্র হাসি
একে অপরকে উচিৎ সমাজের কর্মকাণ্ড এগিয়ে আসি।