সাদা পাতা সাজানো গুছিয়ে কি লিখবো চিঠি;
মনের ভাব নেই প্রকাশে বলবো যে কথাটি।

পৌঁছে যাক সীমান্ত পেরিয়ে উড়ে যাক পত্রটি;
খুলে দেখো কি লেখা আছে কি ভাষা আবেগ কটি।

রক্তে শোষানো পুরি অল্প অল্প আছে দেহে প্রাণ;
কি সব বলে কেঁদে দিয়ে গড়িয়ে লুটিয়ে হাঁপিয়েছি আপ্রাণ।

আবোলতাবোল ভাবতে থাকো বুঝো অন্য যে;
নিপীড়ন যন্ত্রণা বুকে ধারণ নিয়ে বেচে আছি কত যে।

হাউমাউ কান্না যে শোনে না টের পায় না তাকে;
ভেবে নিচ্ছে বারে বারে তার কাছে আছে অঢেল টাকা।

আরও লেখা ছিলো জন্মভূমি সর্বদা ভাল থেকো;
যদি মনে পরে কোনদিন একখানা চিঠি লিখে রেখো।


লেখকঃ কেয়া