কি অপলক দৃষ্টি তাকিয়ে দেখিয়েছো জরালে মায়া
ছোট্ট মনি কি আগের মতন আছে বলো কেয়া।
কত দুষ্টামি কোনো কমতি ছিলো না আমাদের
রোজ সকালে বকুল ফুল মালা গেঁথে দিলাম তাদের।
শৈশব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় ফলাফল ছিল কাছাকাছি
প্রাঙ্গণে খালের তীরে খেলতাম গোল্লা ছুট আর কানামাছি।
ছোটবেলা মায়ের সাথে রাগ করে বাড়িতে ফিরতে
কাউকে না পেয়ে আমাকে পাঠাতো রাস্তা ধরতে।
আজ এত বড় হয়ে গেছিস কে জানত রে
বরিশাল ফিরলে খুঁজে বেড়াতাম এপাশ প্রান্তরে।
পুরনো নাম্বারের কত দিন কতবার ফোন করেছি
মাজে মধ্য ডুকতো প্রায় দিনে বন্ধ করে রেখেছো।
কি আছে মনে তোর ভিতরে আমি জানিনা
আমার দেখা তো তুই এরকম কখনো ছিলে না।
অভিমান রাগ মেজাজ কত দিন ধরে চলবে
আমার কোন দিক সমস্যা হচ্ছে একটু খুলে বলবে।