কত দিন,কত রাত ভোরের কলরব;
বারান্দা চেয়ারে দুলে,স্মৃতিচারণ শেষ করে;
একাকার আমার হাহাকার শূন্য হলো সব;
বারের বার অশ্রু জল টলমলে ঝরে।

জ্বলে পুড়ে ছাই হউক এসো না কাছে;
অগ্নি কে সাথী করে সঙ নিয়ে বাঁচি;

না জানে ভালবাসতে,না পারে নিজেকে বোঝাতে;
না কারণে হবে,অকারণে পিছপা হতে;
অন্ধকার অন্ধত্ব উন্মাদনা না পারো হাতটা জাগাতে;
না পারো টেনে নিয়ে বুকে ধরে রাখতে।

জ্বলে পুড়ে ছাই হউক এসো না কাছে;
অগ্নি কে সাথী করে সঙ নিয়ে বাঁচি;

সবিনয়ে আত্মা অভিনয়,ভর কত ছলনায়;
নিষ্পাপ কণ্ঠে আমার,লুটিয়ে পড়ছে ঝর্ণার;
কেয়া পাতার নৌকা তোমার তীরের ভীরে;
বেচে থাকতে চাই তোমার নিঃশ্বাস অপর।

জ্বলে পুড়ে ছাই হউক এসো না কাছে
অগ্নি কে সাথী করে সঙ নিয়ে বাঁচি