আকাশে তারা গুলো মিটিমিটি জ্বলে
জোনাকি জ্বলে নিবে লেবুর গাছে তলে
সাতকাহন পুস্প কানন ফুলসজ্জা ফোটে
রক্তিম গগনে তীর্য ভারাক্রান্ত সূর্য উঠে
এলো কাশবন সাদা সাদা রাঙিয়ে মহাবন
মৃদু হেলানো বাতাস বইছে সাজানো প্লাবন
সমুদ্র পৃষ্ট উর্মি অতল ভাসছে সাগরের জল
মরুভূমি ছায়াবৃক্ষের সারি সারি কত উজ্জল
ধরনী ঢেলে ঢুলে সাজিয়ে এ মহান সৃষ্টি কর্তা
সুন্দর বিনিময়ে সেখানে পৌছাবো আগমনী বার্তা।