বর্ষায় স্রোত হ্রদে কাপ্তাই লেকে মিশ্রণ
মিশে যায় ধুলি কনা
বর্ষায় নদী তীরে থমকে দাঁড়ায় ভেসে আসা
হরেক ময়লা আবর্জনা
বর্ষায় থইথই রিমঝিম হাটুজল বারি
শ্রোতা গানের মগ্ন গলায় ফাটে
বর্ষায় অকারনে হায় উল্লাস আনন্দ
মেতে দিব্যনৈশ আর কাটে
বর্ষায় অভাগা স্লোগানে এবার থামো
বিশ্রামে দূরে কোথাও যাও
বর্ষায় দুর্ভাগা আহাজারি কান্না ঝরে
কোনঠাসা ভেঙে দুঃখ বুঝি পাও
বর্ষায় তীব্র দমফাটা রুদ্র দাপিয়ে
ঘুরো ইচ্ছা উত্তর দক্ষিনে
বর্ষায় আকাশ টা ভেঙে জমানায়
দেও ফোটা ফোটায় সারাক্ষনে