কতই কিছুই করিয়াছ হারাম বর্জন;
সৎ পথে কামিয়েছ বহু তোমার পাওয়া অর্জন;
একলা কাটিয়েছ একা একা নিবাস নির্জন;
মোরে ত্যাগে হাত ছাড়া করেছো মহা বিসর্জন।
সহসা কেউ বলেনি তোমার দায়িত্ব আমার;
কে ছিল আগে কে রহিল দেখিব এবার;
কয় জনে তরি খোঁজ নিতো আমি নিতাম শতবার;
বিনিময়ে পেয়েছি হৃদয়ে ক্ষত বহু বার।
নয়নে জল ঝরিয়েছে নিষ্পাপ চম্পা কলি;
স্মৃতিতে স্মরণ হলে তোর কথা আগে বলি;
হ-হুল্লোড়, মোরে না রেখে ঘুরিতেছ রুপাতলি;
আক্ষেপ, কতদিন নাই দেখা ঐ মুখমন্ডলি।
জানি সে জমানা মত এখন হবেনা কোনদিন;
যা শিখিয়েছ মোরে জনমে শোধ্রাব না এ ঋণ;
গোধুলীর লগনে গগনে হাহাকার মরুভূমি উদাসীন;
আজও পাথর বাধা বুকটা করে তরি জন্য চিন চিন।