রাতের আধার ছাপিয়ে তন্নতন্ন খুজে বেড়াই
নতুন আলোর স্বপ্ন বুননে করো সংগ্রামে লড়াই।

হাল ছারিনি আসবে তোমার একদিন জয়
সদয় বিশ্বাস রেখো তুমি জিতবে নিশ্চয়।

সব কাজ সমান ভাবে তুমি দিও মুল্য
অন্য কারোর নিয়ে করিয়ো না সমতুল্য।

হাজার তরুন তরুণী অসময় দিন কাটে
আজ নয় কাল করে স্বপ্নভাঙে অচিরে মাঠে।

পাঠ্য থেকে আমরা যা শিখি কাজে লাগাইনা
হেলা হেলায় দিন কাটি পরে আর সময় পাইনা।

চলতে যখন একা শিখিয়েছো যুদ্ধ করো একা
ধৈর্য শেষ পর্যন্ত অপেক্ষা করো সফলতা পাবে তুমি দেখা।

লেখকঃ কেয়া