প্রহরে জেগে থেকে জ্যোৎস্নায় তারা গুলো,
গভীরে এ রাতে তোমারই আলো,
নিমেষে মুছে যায় এলবাম স্মৃতিতে,
দিনে বলতে পারিনি যে কথাটি।
ছন্নছাড়া ভীষণ এ মনে,রয়ে যাবে পড়ন্ত ক্ষ নে।
বুকের মধ্য পরশ আগুনে,জ্বলছে ব্যথা অভিমানে।
মনটা কারে বুঝাই কেমনে,ভালবাসা নাগাদ সে কি জানে।
শেষ ইচ্ছে টুকু স্বর্গে মিলনে,কাটাবো তো মারি অনন্ত কালে।
হঠাৎ যদি তাকে দেখা নাইরে বন্ধু,যদি নাইরে বন্ধু,
পাশে যদি না নাইরে বন্ধু যদি না নাইরে,
চিড় কুট মুড়িয়ে বাতাসে ছাই এর অঘ্রান
মিশিয়ে হাড়িয়ে যাব রঙে কি যাবে।
রঙে করে আসিস না ভাল থেকো যেন।