আমি গেয়ে যাই বাংলার গান
যে গানের সুরের মূর্ছনায় বহমান
আমি লাল সবুজে বৃত্তাকার ঘুরে বেড়াই
যে বাংলা অপরুপ সৌন্দর্য মন মেটাই
আমি সকালবেলা ঘাসের শিশির ভেজা মেঠোপথ হাটি
জালে ধরা মৎস্য জেলে জেলেনি গান গায় উজান বাটি
সাদা বক শালিকের ঘেড়াও রঙিন আকাশে
শা শা গাছের মগডালে ভাংগে দক্ষিনের বাতাসে
রাখাল বালক গরু নিয়ে যায় মাঠে
কোমর গামছা হাতের কাচি নিয়ে সারাদিন কাটে
ভোরের কুয়াশা চাদরে খেজুরে রস আহরন
বাংলার প্রকৃতি জন্মেছে সার্থক হয়েছি জীবন