আবার আমি।
সেই বিছানায় তোমার গরম নিশ্বাসে।
আবার আমি।
তোমার চুলের বেনী খুলতে খুলতে।
আবার আমি।
তোমার লিপস্টিকে ।
আবার আমি।
তোমার জেগে থাকা রাতের স্বপ্নে।
প্রথম বার হউক আর দ্বীতিয় বার,
‘তুমি’ তুমিই।
হাজার ‘তুমি’ -র মাঝে একটি ‘তুমি’ কেই খুঁজি,
আর বার বার তোমাতে মিলি।
আবার আমি।
যখন মাংসের নেশায় শরীর খামচায়,
আবার আমি, তোমার আমি.......।
আমি জনি
কনো অলস দুপুরে, কনো একা রাতে,
কনো শিশির ভেজা ভোরে, কনো মিষ্টি সকালে,
কনো গানের কথাতে, কনো মিছিলে,
সেই খাতাতে, সেই পৃষ্ঠার ভাঁজে,
আজও খোঁজো আমাকে।
আমি জানি,
আমাকে পাবে তুমি কোনো খামের চিঠিতে,
সেই হেমন্তের গন্ধে।
হয়তোবা পাবে তোমার কঠিন আতীতে।
আমি সেখানেই আছি।
আবার আমি।