আমি বার বার মরতে চাই,
তোমার কোলে, জলে, ফুলে,
আমি বার বার শান্তি পাই,
তোমার আঁচলে,
পায়ে তে মাথা রেখে।
পৃথিবী আমাকে ধিক্কার করে,
ফিরিয়ে দেয়।
মা তুমি আমাকে আগলে রাখো,
আশীর্বাদ দাও।
তুমি জানো আমি বেয়ারা, বেপরোয়া,
তুমি জানো আমি অবাধ্য।
শুনি না, ভাবি না, তোয়াক্কা করি না কারো।
আমার শত অভিমান, আবদার, অভিযোগ,
সব তোমার কাছে,
ভয় পাই আমি খুব, তুমি তো জানো।
হারিয়ে গেলে কোনো দিন,
আমি ধ্বংস হবো সেদিন যেন।