আজ অজস্র বছর পেরিয়ে,
জোনাকির আলো খুজছি আমরা।
এক অসমাপ্ত দৌড়ে নেমেছি সবাই।
জানি জিতবোনা কেউই,
সান্তনাতেই সীমাবদ্ধ।
তোমাকে বলছি, হ্যা তোমাকেই!
সত্যিই কি ভাল আছো?
অভিনয় করছো?
আমরা সবাই করছি, ভালো থাকার অভিনয়।
আস্তে আস্তে পুরনো হবে,
তোমাকেও ছুড়ে ফেলে দেওয়া হবে।
তুমিও বুঝবে, পরাজয়ের মহাকালে নিজেকে পাবে।
বেলা শেষে জোনাকি খুঁজবে,
সবাই খোঁজে, তুমিও খুঁজবে।