আমি একজন সুস্থ রুগী।
মাথা ভরা চিন্তার চাপ,
আমি দিয়ে রেছেছি সমাজের ঘাড়ে।
জীবন ভরা আপ্রাপ্তির ব্যার্থতা,
দিয়ে রেছেছি বাবা-মা’র ঘাড়ে।
আর আমি সবাইকে দুষছি।
বসে আছি সময়ের শিন্নতে,
ভাবছি আর ভাবছি।
হ্যাঁ ভাই! আমি একজন সুস্থ রুগী।
তবুও মানুষের রোগ নির্ণয় করি।
নিজেকে শুধরাইনা কখনো,
মানুষকে দোষারোপ করি।
নিজের ডোঙ্গায় তেল মর্দন করি,
আর স্বপ্নদের ধর্ষন করি।
ভাই আমি একজন সুস্থ রুগী।
বসে থাকি আর ভাবি,
কেউ পরিবর্তন ঘটাবে।
আমি জানি,
আমার খাবার আমাকেই যোগাতে হবে।
না হলে চলতেই থাকবে।
আমিযে অপরিবর্তীত এক রুগী।
ঔষধ আমার নিজের ভেতরেই,
কিন্তু “গু” খেতে “ন” জানি,
আমি একজন সুস্থ রুগী।