❐
কত পথে হলো হাঁটা, কত পথে হাঁটা বাকী?
কত ঘটনা ঘটলো জীবনে, নিভৃতে ভাবি একাকী।
কত মন খারাপ হলো , কতবার হেসে উঠলো দিল
কতবার স্বপ্ন দেখা হলো , কতবার হারালো অন্তমিল।
বিচিত্র নানাবিধ ঘটনা ঘটে যায় জীবনের এ যাত্রায়,
খুব চেনা পরিচিত সব দৃশ্যপটও একদিন বদলায়।
ভাবলে খুশিতে মন হয় পুলকিত, ব্যথায় হয় ভার
আলো ছায়াময় এই জীবনেও নেমে আসে অন্ধকার।
কভু রৌদ্র জ্বল, কভু মেঘাচ্ছন্ন জীবনের চিত্র—
সুখ দুঃখে সাজানো জীবন, বড্ড বেশি বিচিত্র!