উল্লাস ভ'রে সব; শোক ভুলে যাচ্ছে
এখন আর কারো কোন শোক নেই
বাজার-গলি ঘেঁটেও কারো শোকের গল্প মেলে না
আর আমি!
এখানে বসে,
আমার যত্রতত্র শোক গুলো সব জিয়িয়ে রাখছি।
ওগুলো খুব মায়ায় মেখে মনের বারান্দা-ঘর-দোর জুড়ে ঝুলিয়ে রেখেছি
ওরা আমার, চলমান স্থিরচিত্র।
আমি বেশ আছি।
তোমরা পাগল বলো,
আমাকে বদ্ধ উন্মাদ বলো।
জুথিকা তুমিই বলো ; সবাই যদি ভুলে যায়
সেদিন, পৃথিবীততে তোমাকে মনে রাখার মত আর-
অবশিষ্ট একটি প্রাণিও থাকবে না,
আমি ছাড়া
আমি তোমাকে মনে রেখেছি
আমার জ্বল রঙে আর আমার বেলকনিতে।
আমি আমার শোকগুলো খুব ভালো আছে
আমরা ভালো আছি।
একদিন তুমি খুঁজে দেখো প্রতিটা কাঁনচিতে কোথাও খুঁজে পাবে না
আমার কাছে এসো বিনামূল্যে দেখতে পাবে; ছুতে দেবো।
তুমি ছুঁয়ে দেখো কত সজীব আর প্রাণবন্ত এই আমার নিঃশব্দতার কোলাহল।
-২২/১১/১৪