তোমার হাসি আমাকে বিচলিত করে
তোমার কণ্ঠ আমাকে বিচলিত করে
তোমার চোখ আমাকে বিচলিত করে
আমি উন্মাদ হয়ে তোমার দিকেই তাকিয়ে থাকি
মৃত্যু আমার কাছে আসলে ঠেলে দুরে সরিয়ে দেই
রগরগে গলায় বলি, দুর হ হারামজাদা;
অসময়ের পর এসেছিস
বাইরে অপেক্ষা কর
দরজার বাইরে দাঁড়িয়ে
একটু স্বাধকরে নিকোটিন গিলে নে।
এখন কেন এসেছিস
এখন কেন বেহায়া বেশ্যার মত পিছু নিয়েছিস আমার
দুটাকা চার টাকা নিয়ে বিদায় হ
আমি প্রেম বলতে শুধু মৃত্যুকেই বুঝি
আমার বলতে শুধু আমাকেই
আমি প্রেমিক।
নির্লজ্জ প্রেমিক।
বখাটে প্রেমিক।
আমি মৃত আমি মৃত্যু আমি প্রেম আমি প্রেমিক।
একবিংশ শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য একমাত্র প্রেমিক।
তোমার প্রেমের উপরিভাগ গড়িয়ে তুলে নেই ঘর-বাড়ি আমার চলাচল
আমার বহুকাঙ্খিত সুখ,
সেখানে আমার বহুদিনের আবাস
ও খানেই আমার একমাত্র আশ্রয়।
তোমার জলবায়ুতে আমার আবহাওয়া বিচলিত হয়
বিচরণ করে অনন্তকাল
১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিতে বলা হয়
আমার হাটার পথ দুমড়ে মুচড়ে পড়ে
আমি বন্ধুর পথে হাটি
হাটতে গিয়ে থমকে দাঁড়ায়।
কখনো বিমর্ষ মাতালের মত টলতে টলতে এসে বলি
ভালোবাসি,
আমাকে ভালোবাসতেই হত
আজন্মকাল ধ'রে ভালোবাসতেই হত।