বাতাসে সুখের ঘ্রাণ নেই।
দৃষ্টিতে এমন কিছুই পরে না যা প্রশান্তি দেয়।
এমন কোনো শব্দ বা আওয়াজ কানে আসে না যাতে স্বস্তি বয়।
পাশে হাটা মানুষদের মধ্যে কোনো অস্তিত্ব নেই
যে অস্তিত্বের সংস্পর্শ চলতে উচ্ছ্বাসিত করে।
অনুভবে নেই কোনো অনুভুতি যা সিগারেটের নির্মম আঘাতে ফাটা ঠোঁটে মৃদু হাসি আনে।
ঘুম নেই কত রাত।
তন্দ্রায় নেই কোনো স্বপ্ন যা দেখার লোভে
ঢেলে যেতে ইচ্ছে হয় গভীর ঘুমে।
স্বপ্নে আসে প্রিয় অবয়ব এতটা অপ্রিয় মূহুর্তে
বন্ধ জানালার পাশে থাকা বালিশ ভিজে নোনা জলে।
এখন আর ইচ্ছে হয় না দশ টাকার বাদাম ভাগাভাগি করতে।
কোলাহল ভালো লাগে না সেই তবে থেকে।
নির্জনতা যতটা একা নীরবতা যতটা একা একাকিত্ব যতটা একা
ততটা একা হয়ে ঘোষণা দিতে ইচ্ছে হয়
আমাকে স্পর্শ করো না কেউ।
এখানে সর্বত্রই একা থাকতে চাওয়ার বাতাস বয়
এ বাতাসে অক্সিজেন নেই।
আমার স্পর্শে ঝরে পড়বে তোমাদের স্বপ্নীল জীবন।