তুমি বরং অপেক্ষা কর,
কত মুহূর্ত জানা নেই।
অপেক্ষা কর
যে সকালে কোমল কুয়াশার চাদর
শীতলতা মাখা আদলে
আঁকড়ে বলে ক্লান্তি নেই,
রৌদ্রদীপ্ত কর্কশ দুপুরের
আদর বলে গ্লানি নেই।
তুমি বরং অপেক্ষা কর,
কত মুহূর্ত জানা নেই।
অপেক্ষা করো
যে বিকেল ফুরাবার ক্ষন পেরুতে  
স্বস্তি বহা মৃদু হাওয়ার
স্পর্শ বলে দুঃখ নেই,
গোধুলীর লালাভ সন্ধ্যের ছাতিম
গন্ধ বলে রুদ্ধশ্বাস নেই।
তুমি বরং অপেক্ষা কর,
কত মুহূর্ত জানা নেই।
অপেক্ষা কর
গভীরতায় মোড়ানো ঘন আঁধার
নীরবতা ভেঙে রাত্রির
পরশ বলে ক্ষত নেই,
ভোরের মায়াবী সুবাতাসের
স্নিগ্ধতা বলে বিষাদ নেই।
তুমি বরং অপেক্ষাই কর,
আজ এখানে ভালোবাসা নেই।