একটা গল্প লিখা হবে
একগাদা আলাপনের ভাজে
হারিয়ে যাওয়া আত্মকথন।
আমি আর আমার কথপোকথন।
এভাবে আর কতো আড়ালে থাকা?
থাকছি কই, হয়েছে রাখা।
রাখেনি কেউ, সবই তোমার অহেতুক ভাবনা।
হ্যাঁ, রাখেনি। কেউ রাখেনি খবর, জানেনি বোঝেনি শোনেনি দেখেও নি হয়তো বা।
এইতো আমি নিচ্ছি বা বলছি, দেখছো না?
হাহাহা। এই তুমি ছিলে কই যখন দখলদারিত্বে আমার বসেছিলো অন্য কেউ?
তোমার ভাবনায় আমার জায়গা তখন ছিলো কই?
নেই এখনো নেই, তবুও কেনো চলে আসা হবে?
না এসে আর উপায় কি আছে তবে?
উপায়! কত কিছুর অভাবে
উপায়হীনতা স্বভাবে,
না আসছে কাছে না ধরা দিচ্ছে শুধাই কিভাবে?
এভাবে আর কতদিন?
কে জানে, যদি কোনোদিন যাই পেয়ে।
পাওয়া জিনিস ভবে মিলবে চেয়ে?
শুনেছি চাইতে জানলে, প্রাপ্তির অভাবে
অপূর্ণ রবে না মরণে।
প্রাপ্তির আয়োজনে অসাধ্য এলে, রয়ে যাবে স্মরণে
দেহে গজাবে ঘাসফুল আর বিষাদ মনে।
কি আসে যায় বলো, এইতো আর কিছু মুহূর্ত
এই ঠিকানার সময় প্রায় ঘনিয়ে এলো।
কি ভাবো, পুরনো কি ফিরে?
না ফেরায় হারায় মেঘদল হারায় ভোরের কুয়াশা
গোধুলীর লালচে রঙও ধোঁয়াশা-
ভেবে অসুখ লাগে? -বরং সুখেরা
মেল বাধে, রটে না দুরাশা,
ক্ষতি তবে কিসে সঙ্গ দিলে দুঃখেরা?
অপেক্ষায় কারে রাখা -মানুষ না দুঃখের মূহুর্তরা?
আক্ষেপ নেই বিষাদের দুঃখে
কলম যদি ঘুরে লিখনিতে সৃষ্টিকর্তার স্পর্শে
অপেক্ষার কালির রঙ পূর্ণতা পাক মানুষে।
এটা স্বপ্ন নাকি আশা?
তা অজানা, হতে পারে এক নিঃসঙ্গের ইচ্ছা।
এ আমার আত্মকথন
আজ নয় শুধু, চলছে যোজন যোজন।