তাতে তোমার কি, অভাবে সুখ থেমে যায় নি।
তোমার অভাবে সুখ থেমে যায় নি,
থেমেছে দেহের প্রতিটি কোষের প্রসারণ কমেছে রক্তে প্লেটলেট।
কোষের প্রতিটি রেখায় রেখায় রক্তের প্রতিটি কনায় কনায় মিশেছে বিষাক্ত কালো দিনে রাত ।
শুধু কমে নি, সত্যি বলছি যায় নি
তোমাকে মনে মনে মাথায় মগজে চোখে মুখে কানে আমিময় থেকে তুমিময়ের প্রতিযোগ।
প্রতিযোগ থেকে প্রতিযোগি তার থেকে বিজয়ী
আজ সত্যিই সে অত্মজয়ী।
অদৃশ্য স্পর্শ রা গুন পোকা, কুট কুট করে কাটছে মগজ রেখা বিষাক্ত কালো আমার হয়ে দিচ্ছে কতো ধোকা।
যে ধোকা মিশেছে পুরোটাই আমার নিশ্বাসে
ক্লান্ত তরুণ গোধুলিতে বুনছে শেষ আশা নিঃশেষে।
তাতে কার কি, অভাবে সুখ থেমে যায় নি।
অনেক হয়েছে।
এজন্ম হলো হোক, অহেতুক শুধু মিথ্যে প্রলোভন
নিজের কাছে কিভাবে, অপরাধী অপরাধের চেতন।
আবার কখনো হবে না, আর হবে না পূর্ব স্মৃতি পূনরায় উন্মোচন।
শেষটা হবে আমারই, সেদিন তুমি বলবে তুমি এতটাই আমারি।