বিরহ বাঁধনে বেধেছি তোমাকে
তোমাকেই খুঁজে ফিরি বারবার,
তুমি ছাড়া শূন্য এ আমি
তুমিই আমার চারিধার।