পালিয়ে গেছে ভয় পেয়ে তারা,
তবু শাস্তি কি যাবে সারা?
অন্যায়ের ঋণ আজ শোধ হবে,
ন্যায়ের মঞ্চে সবাই রবে।
যে হাত রচিল গুমের কাহন,
তাদের রক্তে ধুয়ে দাও মন।
অধিকার যারা কাড়িল দিনের,
তাদের শাস্তি শতগুণের।
খোলা প্রাঙ্গণে উন্মুক্ত ক্ষণে,
তুলবে বিচার জনতার স্বণে।
যে হাসি ছিল বিষাক্ত কাল,
তদের রক্তে রঞ্জিত লাল।
আকাশ-বাতাস সাক্ষী দেবে,
ন্যায় সুরে মঞ্চ কেঁপে।
অন্যায় যত রচিত সুরে,
তাও হারাবে বিচারের নূরে।
ছন্দে ছন্দে উঠুক শপথ,
জনতার রায় সবারই মত।
শূন্য মঞ্চে বিচার সারে,
ন্যায়ের গান নাট্য সুরে।